
সোমবার ● ৭ জুলাই ২০২৫
মহিপুরে শয়নকক্ষ থেকে ৬৪০ পিস ইয়াবাসহ যুবক আটক
হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে শয়নকক্ষ থেকে ৬৪০ পিস ইয়াবাসহ যুবক আটকসাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে ৬৪০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাতে মহিপুর বাজারসংলগ্ন নিজ বাসার শয়নকক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটক সুমন হাওলাদার (৩৯) মহিপুরের তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়। এ সময় সুমনের ঘর থেকে কাগজে মোড়ানো প্যাকেটে রাখা ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৬৫ গ্রাম।
পুলিশ জানায়, সুমন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২৩:২৫:৩৮ ● ৭০ বার পঠিত