
সোমবার ● ৭ জুলাই ২০২৫
নেছারাবাদে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে ওপেন হাউজ ডে অনুষ্ঠিতসাগরকন্যা প্রতিবেদক, স্বরূপকাঠী (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলার তৃণা কমিউনিটি সেন্টারে এই কর্মসূচির আয়োজন করে নেছারাবাদ থানা পুলিশ।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
বিশেষ অতিথি ছিলেন নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা এবং সহকারী পুলিশ সুপার বায়েজীদ ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, সমাজসেবক ফকির শাহ নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯:২৮:৫৮ ● ১৬২ বার পঠিত