
সোমবার ● ৭ জুলাই ২০২৫
১৬ বছর পর মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন মঙ্গলবার
হোম পেজ » পিরোজপুর » ১৬ বছর পর মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন মঙ্গলবারসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
দীর্ঘ ১৬ বছর পর পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সম্মেলন আয়োজন করেছে পৌর বিএনপি।
সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে প্যান্ডেল নির্মাণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তবে সদস্য পদ যাচাই-বাছাইকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষ ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাজমুল কামাল মুন্সি ও জসিম ফরাজী। সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, অহিদুজ্জামান মিল্টন, মো. দুলাল ও আবু মাস্টার প্রার্থী হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিয়াজুল হক ও শাহিন রেজা।
পৌর বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবির বলেন, এটি পৌর বিএনপির ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন হবে। শত শত নেতাকর্মী অংশ নেবেন। ত্যাগী নেতাদের নেতৃত্বে আনা হবে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মৃধা বলেন, মাঠপর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতেই নতুন কমিটি গঠন করা হবে। সব সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৪৭:৪৫ ● ২২৫ বার পঠিত