সোমবার ● ৭ জুলাই ২০২৫
এনসিপির পটুয়াখালী জেলা কমিটিতে কুয়াকাটা-কলাপাড়ার ৪ নেতা
হোম পেজ » রাজনীতি » এনসিপির পটুয়াখালী জেলা কমিটিতে কুয়াকাটা-কলাপাড়ার ৪ নেতা![]()
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পটুয়াখালী জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। রোববার (৬ জুলাই) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত ৩৪ সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসাকে প্রধান সমন্বয়কারী এবং মো. বশির উদ্দিনসহ ছয়জনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।
নতুন জেলা কমিটিতে পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা থেকে চারজন স্থান পেয়েছেন। তারা হলেন ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মিরাজ, মো. মনিরুজ্জামান ও মাহাবুবুল আলম নাঈম।
কমিটির সদস্য মাহাবুবুল আলম নাঈম বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তারে কাজ করা হবে। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন, গণহত্যার বিচার, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আমরা মাঠে থাকবো।’
বাংলাদেশ সময়: ১৮:২০:৪৭ ● ২৮৫ বার পঠিত
