
সোমবার ● ৭ জুলাই ২০২৫
বিএসটিআই লোগো‘র অপব্যবহারকাউখালীতে অনুমোদনহীন বেকারি বন্ধের নির্দেশ প্রশাসনের
হোম পেজ » পিরোজপুর » বিএসটিআই লোগো‘র অপব্যবহারকাউখালীতে অনুমোদনহীন বেকারি বন্ধের নির্দেশ প্রশাসনেরসাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার,ক্ষতিকর রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে ধবেকারি পরিচালনার দায়ে আল আমিন বেকারি মালিক না পাওয়ায় বেকারি বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭জুলাই) দুপুরে কাউখালীর উজিয়ালখান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ।
সংশ্লিষ্ট সুত্র জানায়, উজিয়ালখান এলাকায় আল আমিন বেকারীতে অব্যাবস্থাপনা, বিএসটিআই অনুমোদন ব্যতীত লোগো ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে ওই বেকারির মালিককে না পাওয়ায় বেকারি বন্ধ রাখার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই বরিশাল বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার ইয়াছির আরাফাত, পরিদর্শক আল আমিন সরকার। আইন শৃঙ্খলায় সহায়তা করে কাউখালী থানা পুলিশ।
এর আগে দক্ষিণ বাজারে মাপে কম দেয়ার অভিযোগে আম বিক্রেতা প্রদীপ কুন্ডুকে ২হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আরএইচআর/এমআর
বাংলাদেশ সময়: ১৭:০৯:৫৪ ● ৬৭ বার পঠিত