শুক্রবার ● ৪ জুলাই ২০২৫

মহিপুর থানার ৭শ গজ দূরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হোম পেজ » পটুয়াখালী » মহিপুর থানার ৭শ গজ দূরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) সকালে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি মহিপুর থানা থেকে মাত্র ৭শ গজ দূরে।

পুলিশ জানায়, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা রুস্তুম আলী জানান, সকালে হাঁটতে বের হয়ে তিনি রাস্তার পাশে লোকটিকে পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেন।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১২:০৬:২২ ● ৯৫ বার পঠিত