
বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
কুয়াকাটায় প্রথমবার ইয়াবার কাঁচামাল ‘ক্রিস্টাল আইচ’সহ আটক ৪
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় প্রথমবার ইয়াবার কাঁচামাল ‘ক্রিস্টাল আইচ’সহ আটক ৪
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় প্রথমবারের মতো ইয়াবার কাঁচামাল ‘ক্রিস্টাল আইচ’সহ চার যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনাকে স্থানীয় প্রশাসন অত্যন্ত ভয়াবহ ও উদ্বেগজনক হিসেবে দেখছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হামিমুর রশিদ।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও কাঁচামাল ক্রিস্টাল আইচসহ চার যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। জব্দকৃত ৭৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম ক্রিস্টাল আইচের বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা।”
আটক চার যুবক হলো রাসেল মল্লিক (৩২), আব্দুর রহমান (৩০), রাকিব (২৯) ও মেহেদী হাসান (২৫)
তারা সবাই মহিপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকার বাসিন্দা। আটক রাকিব কুয়াকাটার একটি আবাসিক হোটেলে বয় হিসেবে কাজ করতেন।
অভিযুক্তদের মহিপুর থানার হেফাজতে রাখা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে, কুয়াকাটা বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হওয়ায় সেখানে মাদক চক্র পর্যটকদের টার্গেট করে মাদক সরবরাহে জড়িয়ে পড়ছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এ ধরনের ভয়ংকর মাদক সরবরাহ ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপপরিচালক হামিমুর রশিদ।
বাংলাদেশ সময়: ২৩:৪৯:০৩ ● ১৩৮ বার পঠিত