
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
কলাপাড়ায় ডা. লেলিনকে বদলির খবরে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ডা. লেলিনকে বদলির খবরে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জেএইচ খান লেলিনের বদলির খবরে পৌর শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার (১ জুলাই) রাতে হাসপাতাল ও শহর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। তাকে বদলির দাবিতে বেশ কিছুদিন ধরে সক্রিয় থাকার পর এমন খবরে তারা বিজয় হিসেবেই দেখছেন।
স্থানীয়দের অভিযোগ, ডা. লেলিন দীর্ঘদিন ধরে ল্যাব-ক্লিনিক সিন্ডিকেট এবং তার ব্যক্তিগত ‘ম্যাক্স হাসপাতাল’-এর মাধ্যমে সিজার ও টেস্ট বাণিজ্যের মূলহোতা হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকলেও এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন এলাকাবাসী।
তারা জানান, সরকারি দায়িত্ব পালনের বদলে তিনি ব্যক্তিগত হাসপাতালকেই প্রাধান্য দিতেন। বদলির খবরে তারা স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত পুরো সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, ডা. জেএইচ খান লেলিনকে রাজশাহী বিভাগের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। ১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর এ সংক্রান্ত আদেশ দেয় বলে সূত্রটি জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:০৯:৪৯ ● ১৩১ বার পঠিত