
বুধবার ● ১৮ জুন ২০২৫
নগরকান্দায় নকল সিগারেট ও পলিথিন জব্দ, দোকানিকে জরিমানা
হোম পেজ » ঢাকা » নগরকান্দায় নকল সিগারেট ও পলিথিন জব্দ, দোকানিকে জরিমানা
ফরিদপুর, সাগরকন্যা প্রতিবেদক
ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল সিগারেট ও নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদর বাজারের রাকিব স্টোরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবিরউদ্দিন।
অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৫২০ শলাকা নকল সিগারেট ও ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দোকান মালিক শরিফউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. দবিরউদ্দিন জানান, “জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”
বাংলাদেশ সময়: ১৬:৫৬:৫২ ● ৯৬ বার পঠিত