রবিবার ● ১৫ জুন ২০২৫
রূপগঞ্জে ভুয়া এডিশনাল এসপি গ্রেপ্তার
হোম পেজ » ঢাকা » রূপগঞ্জে ভুয়া এডিশনাল এসপি গ্রেপ্তার
![]()
নারায়ণগঞ্জ, সাগরকন্যা প্রতিনিধি॥
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজেকে পুলিশের এডিশনাল এসপি পরিচয় দেওয়া এক প্রতারক অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম জাকারিয়া আহম্মদ তাপাদার ওরফে রাজন (৩৪)।
রোববার ভোরে রূপগঞ্জ থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট জেলার জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, জাকারিয়ার বাড়ি সিলেটের জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকায়। তার পিতার নাম মৃত আব্দুস সবুর তাপাদার।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, জাকারিয়া দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের এডিশনাল এসপি দাবি করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রূপগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে প্রতারণা ও নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে। এমনকি সে নিজের প্রোফাইল পিকচারে পুলিশের ইউনিফর্মে ছবি ব্যবহার করেও জনসাধারণকে বিভ্রান্ত করতো।
ওসি আরও জানান, রূপগঞ্জের চানপাড়া পূনর্বাসন কেন্দ্র এলাকায় জাকারিয়া দীর্ঘদিন ধরে বসবাস করছিল এবং সেখানেও একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে।
এক ভুক্তভোগী নারী মারিয়া চৌধুরী অভিযোগ করেন, প্রায় চার বছর আগে তাদের পরিচয় হয় মোবাইল ফোনে। তখন জাকারিয়া নিজেকে এডিশনাল এসপি বলে পরিচয় দেন। পরে তাদের বিয়ে হয় এবং তারা চানপাড়ায় বসবাস শুরু করেন। কিন্তু কিছুদিন পর থেকে জাকারিয়া তার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে। দাবি পূরণ না করায় মারিয়াকে শারীরিকভাবে নির্যাতনও করে সে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাকারিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা অনুযায়ী তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:২৩:৪৮ ● ২০২ বার পঠিত
