রবিবার ● ১৫ জুন ২০২৫
আহবায়ক কমিটি ঘোষণায় কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া
হোম পেজ » ঢাকা » আহবায়ক কমিটি ঘোষণায় কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া
![]()
গাজীপুর সাগরকন্যা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের দ্বন্দ্বের জেরে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে । শনিবার কালিয়াকৈর উপজেলা বিএনপি আহবায়ক কমিটিতে নুরুল ইসলাম সিকদারকে আহবায়ক ও এম আনোয়ার হোসেনকে সদস্য-সচিব করে কমিটি ঘোষণা করে গাজীপুর জেলা বিএনপি । এই কমিটির ঘোষণাকে কেন্দ্র করে আজ রোববার দুপুরে কালিয়াকৈর বাইপাস এলাকায় বিএনপির কমিটির সমর্থনকারী ও পদবঞ্চিত সমর্থকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় । এই ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে । খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । ঘটনাযস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
বাংলাদেশ সময়: ১৪:১৯:৪৩ ● ২৮৩ বার পঠিত
