
শনিবার ● ১৪ জুন ২০২৫
বিএনপি-গণঅধিকার পরিষদ মুখোমুখি পটুয়াখালীর দুই উপজেলায় ১৪৪ ধারা জারি
হোম পেজ » রাজনীতি » বিএনপি-গণঅধিকার পরিষদ মুখোমুখি পটুয়াখালীর দুই উপজেলায় ১৪৪ ধারা জারি
পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর গলাচিপা ও দশমিনায় বিএনপি এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করায় ১৪৪ ধারার আদেশ অব্যাহত রয়েছে। রোববার সকাল আটটা পর্যন্ত গলাচিপা পৌর শহর ও আশপাশের এলাকা এবং দশমিনার সদর ইউনিয়ন ও বাঁশবাড়িয়া ইউনিয়নে এ আদেশ বলবৎ থাকবে। শুক্রবার এ দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ এ আদেশ জারি করেন এবং মাইকিং এর মাধ্যমে তা জনসাধারণকে অবগত করা হয়। এ আদেশ চলাকালীন সকল ধরনের সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য ও সকল প্রকার দেশীয় অস্ত্র বহন করা বেআইনী ঘোষণা করা হয়েছে। এছাড়া একসঙ্গে ৫ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাচল সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত দশটায় গলাচিপার পাতাবুনিয়া গ্রামে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ এবং রাত আটটার দিকে চরবিশ্বাস বাজারে বিএনপি ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসব ঘটনায় বিএনপি কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৩:০৩:২১ ● ৯৫ বার পঠিত