
শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫
গোপালগঞ্জে অধ্যাপক সরস্বতী বিশ্বাসের পরলোক গমন
হোম পেজ » শোক/মৃত্যুবার্ষিকী » গোপালগঞ্জে অধ্যাপক সরস্বতী বিশ্বাসের পরলোক গমনগোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥
বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও খুলনা বটিয়াঘাটা কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জীবানন্দ কির্ত্তনীয়ার সহধর্মিনী সরস্বতী বিশ্বাস (৭০) স্ট্রোক জনিত কারণে শুক্রবার পরলোক গমন করেন। ওই দিন দুপুরে বাড়িতে তাঁর দাহন কাজ সম্পন্ন হয়।
তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাবেক বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন।
এ সময় গোপালগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস পল্টু ইসকন প্রভু মৃত্যুঞ্জয় বিশ্বাস’সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।
এইচবি/এমআর
বাংলাদেশ সময়: ২১:৪০:৪৭ ● ৩৬৮ বার পঠিত