
বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৫
গলাচিপায় জুয়া ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন
হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় জুয়া ও মাদকের বিরুদ্ধে মানববন্ধনগলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর গলাচিপায় যুবসমাজকে জুয়া ও মাদকের করালগ্রাস থেকে মুক্ত করতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ অংশ নেয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াত নেতা মো. শহিদুল ইসলাম, বিএনপি নেতা নিয়াজ মাহমুদ নকিব, সমাজ সেবক মো. মিজানুর রহমান, বিএনপি নেতা মো. জামাল মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক, মাওলানা আব্দুল হান্নান, গণঅধিকার পরিষদের সোহাগ চৌকিদার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি তাওহীদুল ইসলাম তাওহীদ, সেক্রেটারি কাজী খাইরুল হাসান ও গলাচিপা সরকারি কলেজ শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এলাকায় জুয়ারী, মাদককারবারী ও সেবনকারীকে প্রতিহত করা হবে।
এসআর/এমআর
বাংলাদেশ সময়: ২৩:৩৩:৪০ ● ১৫০ বার পঠিত