
সোমবার ● ৬ জানুয়ারী ২০২৫
গৌরনদী আলোচিত শিশু গণধর্ষণ-হত্যা মামলায় আরো একজন গ্রেফতার
হোম পেজ » বরিশাল » গৌরনদী আলোচিত শিশু গণধর্ষণ-হত্যা মামলায় আরো একজন গ্রেফতার
গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বরিশালের গৌরনদীতে ২য় শ্রেণীর ছাত্রী তাছলিমা আক্তার মাহি (১০)কে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলার সন্দীগ্ধ আসামি গোপাল চন্দ্র হালদার (৫৪)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) সকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে (গোপাল) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোপাল চন্দ্র হালদার ওই গ্রামের মৃত জগদীশ চন্দ্র হালদারের ছেলে। বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপণ সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সকালে উপজেলার দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে শিশু তাছলিমা হত্যা মামলার সন্দীগ্ধ আসামি হিসেবে গোপাল চন্দ্র হালদার (৫৪)কে গ্রেফতার করেন। বরিশাল সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে গত ২৮ ডিসেম্বর গ্রেফতারকৃত সন্দীগ্ধ আসামি ইসমাইল বেপারী (২৪) স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় যে, গোপালসহ চার আসামি শিশু তাছলিমাকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ডোবায় শিশুর লাশ ফেলে রেখেছিল। গ্রেফতারকৃত গোপালকে সোমবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনে রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার তদন্তের শার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বিস্তারিত আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।
উল্লেখ্য, উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামের সবুজ সরদারের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তাছলিমা আক্তার মাহি (১০) গত ১৪ ডিসেম্বর দিবাগত রাতে বাড়ির পাশের কিশোর সরকারের মেয়ের বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ হয়। গত ২৪ ডিসেম্বর সকালে প্রতিবেশি হেলাল সরদারের বাড়ির ডোবা থেকে ভাসমান অবস্থায় তাছলিমার লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহতের বাবা সবুজ সরদার বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে গত ২৬ ডিসেম্বর গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২১:৩২:০৪ ● ১১৯ বার পঠিত