
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
অপহৃত শিবু বনিক উদ্ধার দাবিতেবাউফলে দ্বিতীয় দিনের মতো চলছে ধর্মঘট
হোম পেজ » পটুয়াখালী » অপহৃত শিবু বনিক উদ্ধার দাবিতেবাউফলে দ্বিতীয় দিনের মতো চলছে ধর্মঘটপটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর বাউফলে অস্ত্রের মুখে জিম্মি করে বিশিষ্ট ব্যবসায়ী শিবু বণিককে অপহরনের ৩৬ ঘন্টা পরও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে শিবু বনিকের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই উদ্ধারের তৎপরতা বাড়ানোর দাবিতে গতকাল সকাল থেকে ধর্মঘট কর্মসূচি পালন শুরু করে কালাইয়া বন্দরের ৫ শতাধিক ব্যবসায়ীরা। আজ দ্বিতীয় দিনের মতো
দোকানপাট বন্ধ রেখে চলছে অনির্দিষ্ট কালের ধর্মঘট। বন্ধ রয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন থেকে আসা কার্গো জাহাজের পন্য খালাস কার্যক্রম। সকাল থেকে দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ।
গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় শিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে সাড়ে সাত লক্ষ টাকা লুট ও ওই ব্যবসায়ীকে ট্রলারে করে অপহরণ করে নিয়ে যায় ডাকাতদল। শিবু বণিক কয়েকটি বড় কোম্পানির পণ্যের পরিবেশক। এ ছাড়া চাল, ডাল ও আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা তিনি।
বাউফল থানার ওসি রুহুল আমিন বলেন, শিবু বনিককে উদ্ধারের জন্য পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। দোকানপাট খোলার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে ভাই।
জেআর/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৫২:৪৭ ● ১৩০ বার পঠিত