শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪

গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

হোম পেজ » লিড নিউজ » গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪


গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

শহীদ বুদ্ধিজীবি স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্যে দিয়ে গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় সদর উপজেলা পরিষদের পাশে জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত বদ্ধভূমির স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এসময় শহীদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়। পরে মুক্তিযোদ্ধা, বিএনপি, উপজেলা প্রশাসন, জেলা উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদের হল রুমে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা ৭১-এর ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের গণহত্যার স্মৃতি চারণ করে দিবসটির তাৎপয তুলে ধরেন।

এছাড়া, সুবিধাজনক সময়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। এছাড়াও ‘৭১ এর বধ্যভূমি শহিদ স্মৃতিস্তম্বে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৫:৫২ ● ২৯৩ বার পঠিত