
বুধবার ● ১০ জুলাই ২০২৪
বঙ্গবন্ধুর সমাধিতে গণপূর্ত মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
হোম পেজ » ঢাকা » বঙ্গবন্ধুর সমাধিতে গণপূর্ত মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনগোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র.আ.ম ওবায়দুর মোক্তাদির চৌধুরী।
বুধবার (১০ জুলাই) বেলা দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের ৭৫এর ১৫আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারন সম্পাদক জি এম সাহাবউদ্দীন আজম , গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান’সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইচবি/এমআর
বাংলাদেশ সময়: ২২:৫৪:১৬ ● ১৮২ বার পঠিত