
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪
কাউখালীতে কলেজ ছাত্রের আত্মহত্যা
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে কলেজ ছাত্রের আত্মহত্যাকাউখালী(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীর পার-সাতুরিয়া গ্রামে সানি হাওলাদার (১৮) নামের এক কলেজ ছাত্র গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। সানি একই এলাকার মো.মনিরুজ্জামান হাওলাদারের ছেলে।
ঁঁজানাগেছে, নিজ বাড়ির সামনে একটি গাছের সাথে রশি পেচিঁয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সানি। বাড়ির লোকজন সানিকে ঝুলান্ত অবস্থায় দেখে গাছ থেকে নামিয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর বলেন, গাছে সঙ্গে গলায় ফাঁস দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করার জন্য বুধবার পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
আরএইচআর///এমআর
বাংলাদেশ সময়: ২৩:০৪:৩৯ ● ১৬৬ বার পঠিত