
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৪
গৌরনদীতে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতারগৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
গৌরনদীতে দেড় কেজি গাঁজাসহ ইদ্রিস হাওলাদারকে (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। সোমবার বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার মাগুরা নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে (ইদ্রিস) ওই এলাকার মৃত কাদের হাওলাদারের ছেলে।
এঘটনায় রাতেই গৌরনদী থানায় মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি গৌরনদী থানার ডিউটি অফিসার এসআই মো. শাহাবুদ্দিন নিশ্চিত করেছেন।
এএসআর/এমআর
বাংলাদেশ সময়: ২০:৫৬:১৮ ● ১৮৯ বার পঠিত