
সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪
বামনায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার!
হোম পেজ » বরগুনা » বামনায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার!বামনা( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে শনিবার রাতে একটি হত্যা মামলায় গ্রেফতার করেছে র্যাব-২।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা সুন্দরবন প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতক মৃত্যু হয়। ঐ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে আসামী করা হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তুষার কুমার মন্ডল বলেন গ্রেফতারকৃত চেয়ারম্যান মিজানকে বামনা থানা পুলিশের কাছে ্র্যাব হস্তান্তর করলে বামনা থানা পুলিশ রবিবার তাকে কোর্টে হাজির করলে বিচারক তার জামিন না মন্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
এইচআর/এমআর
বাংলাদেশ সময়: ২৩:১৪:২৩ ● ১৪৭ বার পঠিত