
শনিবার ● ১০ ডিসেম্বর ২০২২
কাউখালীতে দুর্নীতি বিরোধী দিবস পালিত
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে দুর্নীতি বিরোধী দিবস পালিত
কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনের জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং দুর্নীতিবিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এ,কে,এম আব্দুস শহীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু,সাংবাদিক রিয়াদ মাহামুদ প্রমূখ।
আরএইচআর/এমআর
বাংলাদেশ সময়: ০:২২:১৬ ● ১৪১ বার পঠিত