
বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২
কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যুকাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীতে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১৯ মে)বিকেল সাড়ে তিনটায় চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহিম একই গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে তিনটার দিকে নিজের বাসা থেকে পাশ^বর্তী চাচার বাসায় যাওয়ার সময় পা পিছলে পুকুরে পড়ে যায়। এসময় বাড়ির লোকজন সাথে সাথে তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তৌফিক হাসান সৌরভ বলেন, ‘শিশুটিকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি।
আরএইচআর/এমআর
বাংলাদেশ সময়: ২৩:২৯:৩৬ ● ১৭০ বার পঠিত