গলাচিপায় ২৯পূজামন্ডপে চলছে শেষ সময়ের সাজসজ্জা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ২৯পূজামন্ডপে চলছে শেষ সময়ের সাজসজ্জা
মঙ্গলবার ● ১৭ অক্টোবর ২০২৩


গলাচিপায় ২৯পূজামন্ডপে চলছে শেষ সময়ের সাজসজ্জা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ সময়ের প্রস্তুতিতে চলছে ২৯পূজা মন্ডপে সাজসজ্জার কাজ। সকল মন্দিরগুলোতে প্রতিমার গায়ে উঠেছে রং। মন্দির প্রাঙ্গণে ডেকরেটরের লোকজন পুরোদমে চালাচ্ছে বিভিন্ন রংয়ের আলোক সজ্জার কাজ।
গলাচিপা পৌরশহরের ৪টি এবং উপজেলার ১২টি ইউনিয়নে ২৫টি মন্ডপে পূজা উদযাপিত হবে। এ বছর আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মন্দির কমিটির সাথে যোগাযোগ অব্যাহত রাখছে। ২০ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়ে টানা পাঁচদিন চলবে এ পূজা। বিভিন্ন মন্দিরে ৩/৪ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ঢাকের বাদ্যে মেতে উঠবে সনাতন ধর্মাবলম্বীরা। দুষ্টের বিনাশ ও সৃষ্টের পালন করতে বছর ঘুরে আবারও ‘মা দুর্গা’এসেছেন। এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিটি পূজা মন্ডপে থাকবে পুলিশের নজরদারিসহ সিসি ক্যামেরা। প্রতিমা তৈরির কারিগর প্রশান্ত সাহা জানান, প্রতিমার গায়ে রংয়ের কাজ শুরু করেছি। আশা করছি ঠিক সময় শেষ করতে পারবো। পৌরশহরের কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরের সভাপতি দিলীপ বণিক বলেন, পূজার প্রস্তুতি প্রায়ই শেষের পথে। জাঁকজমকপূর্ণ পরিবেশে এবারও শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয় জানান, ইতোমেধ্যে জেলা প্রশাসন ও পূজা কমিটির সভা হয়েছে। এছাড়া বেশিরভাগ মন্ডপের দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ জানান, প্রতিটা মন্ডপে পূজা চলাকালীন সময় আনসার সদস্য ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশের টহলটিম মাঠে কাজ করবে। এছাড়া প্রতিটি মন্ডপই সিসি ক্যামেরার আওতায় থাকবে। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দুর্গাপূজা শেষ হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:২৫ ● ১০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ