দুমকিতে পুলিশি বাঁধা ঠেলে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » দুমকিতে পুলিশি বাঁধা ঠেলে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বৃহস্পতিবার ● ২৭ অক্টোবর ২০২২


দুমকিতে পুলিশি বাঁধা ঠেলে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে পুলিশি বাঁধার মুখে জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে শহরের গ্রামীণ ব্যাংক সড়কে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে যুবদলের আহবায়ক মো: জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালীটি দুমকি-বাউফল সড়কের মুখে পৌছলে পুলিশ এতে বাঁধা দেয়। পুলিশি বাঁধা ঠেলে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা র‌্যালি নিয়ে উপজেলার নুতন বাজার এলাকায় ঘুরে একই স্থানে এসে শেষ করেন। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুবদলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার’র সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান প্রধান অতিথি ছিলেন । উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল হক হাওলাদার, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তারিকুল ইসলাম খান বিশেষ অতিথি ছিলেন। যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মোঃ জাকির হোসেন, শামিম হোসেন, জসিম উদ্দিন সম্ভু, হাবিবুর রহমান নান্নু,  সাইদুর রহমান খান, শহিদুল ইসলাম, মোঃ মাসুদুল আলম মৃধা, মোঃ সুমন শরীফ প্রমুখ বক্তৃতা করেন। উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দেড়শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম বলেন, তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কোন বাঁধা দেয়া হয়নি তবে র‌্যালি নিয়ে মহাসড়কে উঠলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য সামনে যেতে বাঁধা দেয়া হয়েছে।

এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৫:২০ ● ১৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ