গলাচিপায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের প্রণোদনা ঋণ বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের প্রণোদনা ঋণ বিতরণ
মঙ্গলবার ● ১৭ আগস্ট ২০২১


---

গলাচিপা সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর গলাচিপায় “উন্নত পল্লী, উন্নত দেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ”-এই শ্লোগানকে সামনে রেখে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের ২২ লক্ষ টাকা প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মধ্যে স্বল্প সুদে সহজ শর্তে ২২ লক্ষ টাকা প্রণোদনা ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু (এমপি)। সোমবার (১৬ আগস্ট) উপজেলা অডিটরিয়াম হল রুমে তিনি উপজেলার ২০ জন একক পল্লী ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে বাইশ লাখ টাকার চেক দিয়ে কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসএম শাহজাদা সাজু (এমপি) বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে অব্যাহত অগ্রযাত্রা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেই জন্য সার্বক্ষণিক নির্দেশনা দিয়েছেন। প্রণোদনা প্যাকেজের ব্যবস্থা করেছেন। কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে দ্রুত স্বাভাবিক করতে সম্মিলিতভাবে কাজ করছে সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতি উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গ্রামীণ জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের কাজে নিয়োজিত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সেবাদানকারী একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন ধরে সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমের আওতায় বিভিন্ন সেবা দিয়ে আসছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজামউদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফা, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, ১২টি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

বাংলাদেশ সময়: ৭:৫৬:০৬ ● ৬০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ