নেছারাবাদে বাল্যবিয়েতে বর কনে পক্ষের জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বাল্যবিয়েতে বর কনে পক্ষের জরিমানা
বৃহস্পতিবার ● ২০ মে ২০২১


নেছারাবাদে বাল্যবিয়েতে বর কনে পক্ষের জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে স্কুল পড়–য়া কিশোরী কন্যাকে বিয়ে দেয়ার অপরাধে বর ও কনে উভয় পক্ষকে ১০ হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। জানাগেছে, ওইদিন রাতে উপজেলার জলাবাড়ির গ্রামের পুনম দাসের মেয়ের সঙ্গে বাগেরহাটের মোড়লগঞ্জের সুজিত দাসের ছেলে সমির দাসের সাথে বাল্য বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বশির গাজী রাতেই পুলিশের সহায়তায় বিয়ে বাড়িতে উপস্থিত হন। এর পুর্বেই বিয়ের কার্য সম্পাদন হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিবাহ নিরোধ আইনে বরের ভাই প্রসেনজিৎ দাসকে ১০ হাজার এবং কনের বাবা পুনম দাসকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উভয় পক্ষের অভিভাবকরা কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বর-কনে একে অপরের বাড়িতে আসা যাওয়া না করার  মুচলেকা দেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট বশির গাজী বলেন, বাল্যবিবাহ নিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৩:৫৭ ● ১২৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ