শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬
শিশুর প্রতীকী উপস্থিতিতে আবেগঘন মুহূর্ত, মঠবাড়িয়ায় দুলালের নির্বাচনী প্রচারণা
হোম পেজ » পিরোজপুর » শিশুর প্রতীকী উপস্থিতিতে আবেগঘন মুহূর্ত, মঠবাড়িয়ায় দুলালের নির্বাচনী প্রচারণা

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন দুলালের নির্বাচনী প্রচারণায় এক আবেগঘন ও ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়েছে। প্রচারণার এক পর্যায়ে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত এক শিশু ফুলের মালা পরিয়ে প্রার্থীকে বরণ করে নেয়।
এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আবেগ ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। শিশুটির প্রতীকী উপস্থিতি প্রচারণায় নতুন মাত্রা যোগ করে এবং মুহূর্তটি উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। আলহাজ্ব রুহুল আমিন দুলাল শিশুটিকে স্নেহভরে গ্রহণ করেন।
প্রচারণাকালে ধানের শীষ প্রতীকের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
বাংলাদেশ সময়: ২৩:২১:০৪ ● ৩৫ বার পঠিত
