শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রশ্নে কোনো আপস নয়: সৈয়দ সরোয়ার আলম বিপ্লব
হোম পেজ » বরিশাল » গণতন্ত্র ও জনগণের অধিকার প্রশ্নে কোনো আপস নয়: সৈয়দ সরোয়ার আলম বিপ্লব

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেছেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে তিনি কোনো ধরনের আপস করবেন না।
এক বিবৃতিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম চালিয়ে যাবেন। দলীয় দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তার রাজনীতির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সবসময় আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সব ধরনের ভেদাভেদ ভুলে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলাদেশ সময়: ২২:৩২:১৬ ● ৭৫ বার পঠিত
