শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬

সুজনের উদ্যোগে পিরোজপুরে জনতার মুখোমুখি অনুষ্ঠানে বিএনপি-জামায়াত প্রার্থী

হোম পেজ » পিরোজপুর » সুজনের উদ্যোগে পিরোজপুরে জনতার মুখোমুখি অনুষ্ঠানে বিএনপি-জামায়াত প্রার্থী
শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬


 

সুজনের উদ্যোগে পিরোজপুরে জনতার মুখোমুখি অনুষ্ঠানে বিএনপি-জামায়াত প্রার্থী

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে পিরোজপুর-১ আসনের বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা অংশ নেন।

 

শনিবার (৩১ জানুয়ারি) সকালে পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার উন্নয়ন, সুশাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রার্থীদের কাছে এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। প্রার্থীরা নির্বাচিত হলে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুর-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। তারা নিজ নিজ নির্বাচনী ইশতেহার, উন্নয়ন ভাবনা, জনকল্যাণমূলক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সুজন পিরোজপুর জেলা শাখার সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। জেলা সাধারণ সম্পাদক মো. শাহ আলম শেখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আল আমিন খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বরিশাল বিভাগের একটি নাট্যদল নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে একটি সচেতনতামূলক নাটক পরিবেশন করে, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

বাংলাদেশ সময়: ১৯:০০:৪৩ ● ৩৪ বার পঠিত