শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬
মির্জাগঞ্জে গাবতলা খালের বেইলি ব্রিজে ট্রাক আটকে ১৭ ঘণ্টা যান চলাচল বন্ধ
হোম পেজ » লিড নিউজ » মির্জাগঞ্জে গাবতলা খালের বেইলি ব্রিজে ট্রাক আটকে ১৭ ঘণ্টা যান চলাচল বন্ধ

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালী-মির্জাগঞ্জ-সুবিদখালী-বেতাগী সড়কের মির্জাগঞ্জ উপজেলার গাবতলা খালের ওপর নির্মিত বেইলি ব্রিজের পাটাতন ভেঙে মালবাহী একটি ট্রাক আটকে পড়ায় এ সড়কে প্রায় ১৭ ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্রিজের পশ্চিম পাড়ের পাটাতন ভেঙে ট্রাকটির চাকা দেবে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আজ শুক্রবার দুপুর দুইটার দিকে ট্রাকটি অপসারণের পর যান চলাচল স্বাভাবিক হয়।
ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর বাউফল থেকে মাটির তৈরি পোড়া টালি নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২০-৯৭৩৬) পায়রা সেতুর ওয়েট স্কেলে অনুমোদিত ওজনের চেয়ে প্রায় এক টন বেশি হওয়ায় জরিমানার আশঙ্কায় পায়রাকুঞ্জ ফেরি পার হয়ে সুবিদখালী-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করছিলেন। গাবতলা ব্রিজ অতিক্রমের সময় ব্রিজের স্লিপার ভেঙে পিছনের বাম পাশের চাকা দেবে গিয়ে ট্রাকটি আটকে যায়।
স্থানীয়রা জানান, গাবতলা ও থানা সংলগ্ন এ ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও পায়রা সেতুতে জরিমানার ভয়ে গভীর রাতে অতিরিক্ত মালবোঝাই ট্রাকগুলো মনোহরখালী ফেরি (পায়রা নদী) পার হয়ে এ পথে চলাচল করে। অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচল বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, ব্রিজের ওপর ট্রাকটি আটকে থাকায় দুই পাশে প্রায় ২৫-৩০টি যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। ট্রাকের মালিকপক্ষের লোকজন ব্রিজ থেকে ট্রাকটি উদ্ধার ও অপসারণে কাজ করেন।
পায়রাকুঞ্জ ফেরির ইজারাদার মো. শাহজাহান মিয়া অতিরিক্ত টাকা নিয়ে ট্রাক পারাপারের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ট্রাকসহ যেকোনো যানবাহন এলে নিয়ম অনুযায়ী পার করে দেওয়া হয়। অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানম বলেন, ‘ব্রিজের স্লিপার ভেঙে মালবোঝাই ট্রাক দেবে যাওয়ার খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করা হয়েছে। তারা ট্রাকটি অপসারণ করে ভেঙে যাওয়া অংশ সংস্কারের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেছে।’
বাংলাদেশ সময়: ১৯:৩০:০৭ ● ৩২ বার পঠিত
