মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬

ইন্দুরকানীতে কোডেকের সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানীতে কোডেকের সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬


 

ইন্দুরকানীতে কোডেকের সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর) 

পিরোজপুরের ইন্দুরকানীতে কোডেকের সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে কোডেকের ‘এনগেজ’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রুপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজাদ হোসেন বাচ্চু।

সভায় উপস্থিত ছিলেন কোডেক এনগেজ প্রকল্পের টেকনিক্যাল অফিসার কাজী ফেরদৌস এবং উপজেলা প্রকল্প অফিসার প্রসান্ত কুমারসহ উপজেলা কমিটির সদস্যরা। সভায় সুশীল সমাজ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে। অধিকার সচেতনতার মাধ্যমে সমাজ ও এলাকার উন্নয়নে কার্যকর পরিবর্তন আনতে নিয়মিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এসময় মানবাধিকার রক্ষা ও সামাজিক উন্নয়নে সুশীল সমাজ কমিটির ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে উপস্থিত সদস্যদের অবহিত করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৩৭:২০ ● ৫৯ বার পঠিত