মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬

পটুয়াখালী-১ আসনে ১১ দলীয় জোট প্রার্থীর মির্জাগঞ্জে দিনব্যাপী গণসংযোগ

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-১ আসনে ১১ দলীয় জোট প্রার্থীর মির্জাগঞ্জে দিনব্যাপী গণসংযোগ
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬


 

পটুয়াখালী-১ আসনে ১১ দলীয় জোট প্রার্থীর মির্জাগঞ্জে দিনব্যাপী গণসংযোগ

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোট প্রার্থী (ঈগল প্রতীক) আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অবঃ) ডাঃ ওহাব মিনার মির্জাগঞ্জে দিনব্যাপী গণসংযোগ করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি সকালে হযরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ) মাজার জিয়ারত করে নেতাকর্মীদের নিয়ে সুবিদখালী বাজারসহ বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে সংলাপ করেন, কুশল বিনিময় করেন ও ভোট প্রার্থনা করেন।

 

সংযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমির এ্যাড. নাজমুল আহসান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আলমগীর হোসেন, আমার বাংলাদেশ পার্টি-পটুয়াখালী জেলা সদস্য সচিব ও ১১ দলীয় সমার্থিত প্রার্থীর নির্বাচনী এজেন্ট ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সিনিয়র সহকারী সদস্য সচিব মাসুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পটুয়াখালী জেলা যুগ্ম সমন্বয়ক মোঃ বশির উদ্দিন ও যুগ্ম সমন্বয়ক ডা. সাইমুম, ছাত্র শিবির পটুয়াখালী জেলা এইচআরডি সম্মাদক এস এম আল ইমরান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ সিরাজুল হক ও সেক্রেটারি মোঃ শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামী’র ছয়টি ইউনিয়নের আমির ও সেক্রেটারিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:০৪:২২ ● ৩২ বার পঠিত