সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
গোপালগঞ্জ-২ আসনে ১১ দলীয় ঐক্য প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জ-২ আসনে ১১ দলীয় ঐক্য প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি শুয়াইব ইব্রাহিম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের বিসিক সংলগ্ন খেলাফত মজলিস জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে মুফতি শুয়াইব ইব্রাহিম তাঁর নির্বাচনী ইশতেহারে শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন, কৃষি ও কৃষকের উন্নয়ন, স্বাস্থ্যসেবায় সবার জন্য সহজলভ্য ও মানবিক চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন ও জনসেবা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের অঙ্গীকার করেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তা জোরদার, গোষ্ঠীগত দ্বন্দ্ব-সহিংসতা ও রক্তপাত বন্ধে শান্তি-সম্প্রীতির উদ্যোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষা ও কর্মসংস্থানসহ সকল ক্ষেত্রে নারীর অধিকার ও সুরক্ষার প্রতিশ্রুতি দেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি মোরতাজা হাসান, উপদেষ্টা মুফতি মাসউদুর রহমান ও মাওলানা ওমর ফারুক, ১১ দলীয় নির্বাচনী ঐক্য গোপালগঞ্জ-২ আসনের সদস্য সচিব মুফতি আহমাদুল্লাহ, গোপালগঞ্জ জামায়াতে ইসলামী প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী ইজহারুল ইসলাম এবং খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি আবুল ফাতাহসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:১৯:৫৪ ● ৩২ বার পঠিত
