সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬

ডাকসু নিয়ে মন্তব্য বরগুনায় সমালোচনার মুখে বরগুনার জামায়াত নেতার দুঃখ প্রকাশ

হোম পেজ » লিড নিউজ » ডাকসু নিয়ে মন্তব্য বরগুনায় সমালোচনার মুখে বরগুনার জামায়াত নেতার দুঃখ প্রকাশ
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬


 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শামিম আহসানের বিরুদ্ধে, ইনসেটে জামায়াত নেতা মো. শামীম আহসান। ছবি-সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান। ঘটনার একদিন পর শনিবার (২৫ জানুয়ারি) তিনি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় মন্তব্যের ভাষা প্রয়োগে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

 

ভিডিও বার্তায় শামীম আহসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সম্মানিত ভাই ও বোনেরা যদি আমার বক্তব্যে কষ্ট পেয়ে থাকেন, সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত।

তিনি দাবি করেন, তার বক্তব্যের উদ্দেশ্য ছিল ডাকসুর অতীত সময়ে সংঘটিত কিছু অনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করা, ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসুর সম্মান ক্ষুণ্ণ করা নয়। তিনি আরও বলেন, ২০২৪ সালের আগে দীর্ঘ সময় ধরে ডাকসু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল এবং সে সময় ডাকসুকে ব্যবহার করে মাদক কারবার, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে এসেছে।

 

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া কাটাখালী এলাকায় জামায়াতের এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে শামীম আহসান ডাকসুকে অতীতে ‘মাদকের আড্ডা’ ও ‘বেশ্যাখানা’ হিসেবে উল্লেখ করেন। ওই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

 

এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিবৃতিতে শামীম আহসানের মন্তব্যকে অশ্লীল, কুরুচিপূর্ণ ও অশালীন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায় এবং বক্তব্য প্রত্যাহারের দাবি তোলে। পাশাপাশি প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বক্তব্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে জড়িয়ে মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে এবং এ ইস্যুতে সামনে আরও রাজনৈতিক বা আইনি প্রতিক্রিয়া আসতে পারে।

বাংলাদেশ সময়: ১৭:১২:১০ ● ৭১ বার পঠিত