রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬

ফলোআপ– মহিপুরে কৃষিবিদ শহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

হোম পেজ » পটুয়াখালী » ফলোআপ– মহিপুরে কৃষিবিদ শহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল
রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬


 

মহিপুরে কৃষিবিদ শহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

মহিপুরের সেই নিহত কৃষিবিদ শহিদুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় নিজ গ্রাম সেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মরহুম শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে কৃষি উন্নয়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছিলেন। একজন সৎ, পরিশ্রমী ও মানবিক মানুষ হিসেবে তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা ও দাফনের পর স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বাসের টিকেট কেটে এরপর থেকে নিখোঁজ ছিলেন কৃষিবিদ শহীদুল ইসলাম। এর পরদিন বৃহস্পতিবার মাদারীপুরের শিবচর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, বিষয়টি পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি।

বাংলাদেশ সময়: ২০:৩৪:২২ ● ৩০ বার পঠিত