বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬
বরিশাল-১ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক ঘোষণা
হোম পেজ » বরিশাল » বরিশাল-১ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা ও প্রতীক ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তির পর এ আসনে মোট পাঁচজন প্রার্থী বৈধভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
ঘোষিত তালিকা অনুযায়ী বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন পেয়েছেন ধানের শীষ প্রতীক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান পেয়েছেন ফুটবল প্রতীক। জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী পেয়েছেন বাইসাইকেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. কামরুল ইসলাম খান পেয়েছেন দাঁড়িপাল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রাসেল সরদার পেয়েছেন হাতপাখা প্রতীক।
এদিকে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিকভাবে ৪১ জন বৈধ প্রার্থী থাকলেও সাতজন মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে নির্বাচনী মাঠে রয়েছেন ৩৪ জন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন; ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নির্বাচনী তৎপরতা বেড়েছে।
বাংলাদেশ সময়: ১০:৫৬:৫৭ ● ৩৪ বার পঠিত
