বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬
গৌরনদীর খাঞ্জাপুরে বিএনপির নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
হোম পেজ » বরিশাল » গৌরনদীর খাঞ্জাপুরে বিএনপির নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলার ১নং খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল বিএমএস ইনস্টিটিউশনে বিএনপির সংসদীয় নির্বাচনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ১নং খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান সরদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ। বক্তারা বলেন, আসন্ন সংসদীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবর ফকির, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবুল কালাম আজাদ, সালাউদ্দিন সরদার, আশ্রাফুল আলম ছোটন, নাসির সরদার, আমিনুল হক লিমন, সাইদুল ইসলাম, গোলাম মাওলা, শহিদুল মৃধা, মহিউদ্দিন খোকন, জুয়েল হাওলাদার, গিয়াসউদ্দিন তালুকদার, মহিলা দলের পাপিয়া আকতার ও দিলরুবা বেগম, ইউনিয়ন যুবদলের মনির সরদার ও ইলিয়াস সরদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিরাজুল ইসলাম রাজ, রাজীব ঘড়ামী, কাওসার হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দলীয় কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ২১:৩০:১৩ ● ৪৬ বার পঠিত
