রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
পঞ্চগড়ে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
হোম পেজ » রংপুর » পঞ্চগড়ে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পঞ্চগড়
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাটে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনিছুর রহমান প্রধানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ. এস. এম. হারুন-অর-রশীদ, প্রতিষ্ঠাতা মনোনীত সদস্য মো. জসিয়ার রহমান প্রধান, বিদ্যোৎসাহী সদস্য মো. সেলিম উদ্দিন এবং আজীবন দাতা সদস্য পারভীন কবীর।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে মিনারা সুলতানা ও শাহাদাত হোসেন রাডার, নবীন শিক্ষার্থীদের পক্ষে বিপ্লব হোসেন এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পক্ষে সাজ্জাদ হোসেন ও শারমিন আক্তার বক্তব্য দেন। শুরুতে গানে গানে ফুল ছিটিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এ সময় উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ৩৫০ জন এবং স্নাতক প্রথম বর্ষের ১৭০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
এ ছাড়া অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সমাজকর্ম বিভাগের এবিএম লুৎফর কাবির ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা খানমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং নবনিযুক্ত শরীরচর্চা শিক্ষক ফিরোজ মাহমুদকে স্বাগত জানানো হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোমেনুর রহমান প্রধান।
বাংলাদেশ সময়: ১২:৫৫:৩৩ ● ৩৬ বার পঠিত
