শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬

গৌরনদীতে ছেলেকে না পেয়ে ব্যবসায়ীর বাবাকে গ্রেফতারের প্রতিবাদে দোকান বন্ধ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ছেলেকে না পেয়ে ব্যবসায়ীর বাবাকে গ্রেফতারের প্রতিবাদে দোকান বন্ধ
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬


গৌরনদীতে ছেলেকে না পেয়ে ব্যবসায়ীর বাবাকে গ্রেফতারের প্রতিবাদে দোকান বন্ধ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাদ্দাম বাজার এলাকা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে বাজারের অন্তত ১৫টি দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, ছাত্রলীগ সমর্থিত শামীম হাওলাদারকে না পেয়ে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তার বাবা ৭০ বছর বয়সী শাজাহান হাওলাদার খোকনকে নিজ দোকান থেকে গ্রেফতার করে গৌরনদী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত শাজাহান হাওলাদার খোকন সাদ্দাম বাজারের সভাপতি এবং চার্চ অব বাংলাদেশ সাধু ফিলিপের গির্জার নৈশ্যপ্রহরী হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
সাদ্দাম বাজারের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান বলেন, ‘শাজাহান হাওলাদার খোকন কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তার ছোট ছেলে শামীম হাওলাদার ছাত্রলীগ সমর্থিত হওয়ায় পুলিশ তাকে খুঁজতে আসে। কিন্তু তাকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার করা হয়, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। যতদূর জানি, তার বা তার ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই।’ তিনি আরও জানান, গ্রেফতারকৃত শাজাহান হাওলাদার খোকন ধুরিয়াইল গ্রামের শাহেব আলী হাওলাদারের ছেলে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিখ হাসান রাসেল বলেন, ‘তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই গ্রেফতার করা হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত। দোকান বন্ধ করে প্রতিবাদ করা ব্যবসায়ীদের বিষয়টি তাদের নিজস্ব।

বাংলাদেশ সময়: ১৮:১৬:৫৫ ● ১৪৪ বার পঠিত