রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬

মির্জাগঞ্জে ভোটারদের সচেতন করতে ভিডিও প্রদর্শনী ও উঠান বৈঠক

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে ভোটারদের সচেতন করতে ভিডিও প্রদর্শনী ও উঠান বৈঠক
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬


 

মির্জাগঞ্জে ভোটারদের সচেতন করতে ভিডিও প্রদর্শনী ও উঠান বৈঠক

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতিতে মির্জাগঞ্জে ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিতকল্পে ভিডিও চিত্র প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৪ জানুয়ারি) বিকালে দেউলি সুবিদখালী ইউনিয়ন পরিষদ (চরখালী) সংলগ্ন মাঠে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছাঃ মলিহা খানম। অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা, আইসিটি কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ জলিলুর রহমান তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

মৌলিক বক্তব্যে ইউএনও মোছাঃ মলিহা খানম বলেন, ভোটারদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি গণভোট ও পোস্টাল ভোট সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে যাতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হয়ে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯:১৮:২৩ ● ৫৭ বার পঠিত