শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬

গৌরনদীতে ভুয়া মালিকানায় গাছ কেটে নেওয়ার অভিযোগ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ভুয়া মালিকানায় গাছ কেটে নেওয়ার অভিযোগ
শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬


গৌরনদীতে ভুয়া মালিকানায় গাছ কেটে নেওয়ার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের চৌকিদার বাড়িতে সহোদর ভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একই গ্রামের ফারুক চৌকিদার তাঁর শ্বশুরের জমি নিজের নামে লিখে নিয়ে গাছ কেটে ফেলেছেন।
ভুক্তভোগী বারেক চৌকিদারের স্ত্রী শারমিন আক্তার (৩৫) বলেন, আমার শ্বশুরের জমি কোনো বৈধ দলিল ছাড়া ভুয়া কাগজে ফারুক চৌকিদারের নামে করা হয়েছে। শ্বশুর কখনো স্বাক্ষর দিতে পারেননি, অথচ দলিলে স্বাক্ষর দেখানো হয়েছে। আমাদের বাধা দেওয়ার পরও গাছ কাটা অব্যাহত রাখা হয়েছে। তিনি জানিয়েছেন, এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত ফারুক চৌকিদারের স্ত্রী রেবা বেগম (৪০) বলেন, গাছ কাটার আগে পরিবারের সঙ্গে আলোচনা করা হয়েছিল। এখনো কোনো বিক্রয় হয়নি, শুধুমাত্র বিক্রির পরিকল্পনা ছিল। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের ছোট মল্লিক নামের এক ব্যক্তি গাছগুলো কেটে ফেলেছেন এবং রেবা বেগমের বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৫৬ ● ৫৮ বার পঠিত