শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬

খালেদা জিয়ার মৃত্যু আগৈলঝাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রদ্ধা ও শোকসভা

হোম পেজ » বরিশাল » খালেদা জিয়ার মৃত্যু আগৈলঝাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রদ্ধা ও শোকসভা
শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬


খালেদা জিয়ার মৃত্যু আগৈলঝাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রদ্ধা ও শোকসভা

সাগরকন্যা প্রতিবেদক৷ আগৈলঝাড়া (বরিশাল)
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালের আগৈলঝাড়া সদরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রদ্ধা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা সদরের ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে সাবেক প্রধানমন্ত্রীকে স্মরণ করেন।
শ্রদ্ধা ও শোকসভায় সদর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি গোলাম সরোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ন-আহ্বায়ক মাহাবুবুল ইসলাম মাহাবুব, শাহ মোহাম্মাদ বখতিয়ার, আবুল মোল্লা, গৈলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব সরল মোল্লা, সদর বাজারের সাধারণ সম্পাদক মো. আলামিন হাওলাদার (সাগর) প্রমুখ।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সদরের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:০৯ ● ৩৪ বার পঠিত