শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬

দশমিনায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত ৩

হোম পেজ » লিড নিউজ » দশমিনায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত ৩
শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী) 

পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় এক কাঠ শ্রমিক নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দশমিনা-গলাচিপা সড়কের কোর্ডের কোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. পলাশ ফকির (৪০), তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মো. নিজাম উদ্দিন ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গছানী বাজার থেকে আরজবেগী এলাকায় কাঠ শ্রমিকের কাজে যাওয়ার পথে চারজনকে নিয়ে একটি টমটম যানবাহন কোর্ডের কোলা এলাকায় পৌঁছালে রাস্তার গর্তে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টমটমের চালকসহ চারজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টমটম চালক মো. পলাশ ফকিরকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন- বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের শাহ আলম প্যাদার ছেলে মো. ইব্রাহিম (২৫), বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত বাদশা মৃধার ছেলে মো. রাসেল মৃধা (৩৫) এবং গছানী গ্রামের মৃত কাঞ্চন আলী প্যাদার ছেলে মো. শাহ আলম প্যাদা (৬০)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩:৫৫:৪৯ ● ৩৮ বার পঠিত