মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫

দশমিনায় খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণ

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণ
মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫


 

দশমিনায় খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজার এলাকায় এ নির্মাণকাজ চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গছানী বাজারের সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন দক্ষিণ দাসপাড়া গ্রামের মো. আজার উদ্দিন মাইজভান্ডারি। অভিযোগ রয়েছে, তিনি ওই খাস জমির পজিশন দেড় লাখ টাকার বিনিময়ে বাঁশবাড়িয়া গ্রামের মো. হেমায়েত হাওলাদারের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে সরকারি নীতিমালার তোয়াক্কা না করে ওই জমিতে পাকা ভবন নির্মাণ শুরু করা হয়। ইতোমধ্যে মাটির নিচের পিলার ঢালাই সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ইটের দেয়াল গাঁথুনির কাজ চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি খাস জমি এভাবে ব্যক্তিগতভাবে ক্রয়-বিক্রয় ও স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ হয়নি।

গছানী বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, খাস জমিতে কীভাবে পাকা ভবন নির্মাণ হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। নির্মাণকারীর কোনো বৈধ কাগজপত্র নেই। এভাবে চলতে থাকলে সরকার গুরুত্বপূর্ণ খাস জমি হারাবে।

এ বিষয়ে অভিযুক্ত হেমায়েত হাওলাদারের বাবা ইমাম হোসেন হাওলাদার বলেন, আমার ছেলে জমি কিনেছে। আমি শুধু দেখাশোনা করি। সে চাকরিজীবী। এর বেশি কিছু জানি না। হেমায়েত হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর পাওয়া যায়নি।

বাঁশবাড়িয়া ইউনিয়নের সহকারী (ভূমি) কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি খাস জমিতে পাকা ভবন নির্মাণের সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, নির্মাণকাজ বন্ধে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, খাস জমিতে পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে তহসিলদার পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:১৬:৩৭ ● ২৭ বার পঠিত