শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গৌরনদীতে দোয়া মোনাজাত

হোম পেজ » বরিশাল » খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গৌরনদীতে দোয়া মোনাজাত
শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫


খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গৌরনদীতে দোয়া মোনাজাত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় গৌরনদী উপজেলার টরকী বন্দর আদর্শ জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির অন্যতম সদস্য এস এম মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সদস্য মুনজুর হোসেন মিলন, আগৈলঝাড়া উপজেলা বিএনপি নেতা মোঃ আবুল হোসেন লাল্টু, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক এম এ গফুর সরদার, জেলা যুবদলের সিনিয়র সদস্য মোঃ মানিক মৃধা, বরিশাল জেলা উত্তর  যুবদলের সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ মাহফুজ, শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লা, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হোসেন রিয়াজসহ স্থানীয় অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দেশনেত্রী বেগম জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম হারুনী।
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আপোষহীন নেত্রী । তাঁর সুস্থতা আজ দেশের কোটি মানুষের প্রত্যাশা-বেগম জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম হারুনী।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৫৬ ● ৫৩ বার পঠিত