সোমবার ● ১ ডিসেম্বর ২০২৫
চরফ্যাশনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
হোম পেজ » রাজনীতি » চরফ্যাশনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় চরফ্যাশনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চরফ্যাশনের হযরত ওমর (রা.) তাহসিনুল কুরআন নূরানী ও হাফিজ মাদ্রাসায় এ দোয়া আয়োজন করা হয়। মাদ্রাসার শিক্ষক এবং প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চরফ্যাশন উপজেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র আমিনুল ইসলাম মিন্টিজ, যুবদল চরফ্যাশন উপজেলা সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, যুবদল উপজেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, শ্রমিক দল চরফ্যাশন উপজেলার সাবেক সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী গিয়াস উদ্দিন ও আব্বাস সাত্তার মিঠু।
এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাজ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য নোমান মেম্বার, যুবদল নেতা প্রফেসর নজরুল কবির, মোস্তফা ভূইয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের চরফ্যাশনের ২১টি ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন এবং বর্তমানে তিনি অসুস্থ। তার দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই।
দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:৩০:০৬ ● ৭৯ বার পঠিত
