শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫

নারীকে দিগম্বর করে নির্যাতন, ভিডিও ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগ

হোম পেজ » লিড নিউজ » নারীকে দিগম্বর করে নির্যাতন, ভিডিও ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগ
শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫


প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নম্বর মালিখালী ইউনিয়নের মিঠারকুল গ্রামে এক নারীকে (৩৫) দিগম্বর অবস্থায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে ভিডিও ধারণ ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয়ভাবে প্রভাবশালী হেলাল সিকদারসহ পাঁচজনের বিরুদ্ধে।

সম্প্রতি নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, ওই নারী ও পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে বেঁধে রেখে নির্যাতন করা হচ্ছে এবং তারা বাঁচার জন্য আহ্বান জানালেও নির্যাতন বন্ধ করা হয়নি।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর ভাশুরের ছেলে টুটুল সিকদার (৩২) বাদী হয়ে ২৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন হেলাল সিকদার (৩৫), মিলন সিকদার (৩৮), দেলোয়ার ওরফে দেলাল সিকদার (৩০), নান্নু সিকদার (৩৪) ও মামুন সিকদার (২৭)। তারা সবাই উপজেলার মিঠারকুল গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামীর ব্যবসায়িক অংশীদার ফোরকান মোল্লার সঙ্গে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ থাকায় গত বছরের ৬ আগস্ট রাতে পরিকল্পিতভাবে ওই নারীর বাসায় গিয়ে তাকে ও এক ব্যক্তিকে দিগম্বর করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এ সময় তাদের ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

অভিযোগে আরও উল্লেখ রয়েছে, টাকা না দেওয়ায় অভিযুক্তরা ঘরে থাকা আনুমানিক ২ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে দাবিকৃত টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়, যাতে ভুক্তভোগীর পরিবার ব্যাপক মান-সম্মানহানির শিকার হয় এবং নিরাপত্তাহীনতায় বাড়িছাড়া হয়ে অন্যত্র বসবাস করতে বাধ্য হয়।

ভুক্তভোগী নারী মোবাইল ফোনে এ প্রতিবেদকে জানান, জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধের কারণে তারা পরিকল্পিতভাবে আমার মান-সম্মান নষ্ট করেছে। আমি দীর্ঘ এক বছর ধরে বাড়িছাড়া, নিরাপত্তাহীনতায় জীবন কাটাচ্ছি। আমি ন্যায়বিচার ও নিরাপদে বাড়ি ফেরার সুযোগ চাই।

এ বিষয়ে অভিযুক্ত হেলাল সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৩৫ ● ১৪৪ বার পঠিত