শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫
দুমকিতে পাতাবন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে পাতাবন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে চরগরবদি এলাকার হোগল পাতাবন থেকে মো. জয়নাল ফরাজী (৭০) নামে এক বৃদ্ধের রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী ফেরিঘাটের দক্ষিণ পাশের পাতাবন থেকে লাশটি পাওয়া যায়।
পরিবার জানায়, সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হন জয়নাল ফরাজী। দুপুরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে তাঁর নিজ ঘেরের কাছে পাতাবনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্থানীয় ইউপি সদস্য হাসান মাহমুদ খোকন বলেন, হোগল পাতার বনের ভেতরে লাশটি পড়ে ছিল। ঘাড় ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। মৃত্যুর কারণ স্পষ্ট নয়।
দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআর
বাংলাদেশ সময়: ২০:১৪:৫১ ● ২৭ বার পঠিত
