শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫
শীতে কাঁপছে দক্ষিণাঞ্চল, হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগী
হোম পেজ » পটুয়াখালী » শীতে কাঁপছে দক্ষিণাঞ্চল, হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগী

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
শীতে কাঁপতে শুরু করেছে দেশের সর্বদক্ষিণের উপজেলা কলাপাড়ার জনপদ। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীণ এলাকা। সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া।
আজ শুক্রবার সকাল ৯টায় পটুয়াখালীর কলাপাড়ায় এ বছরের সর্বনিম্ন ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। উপজেলার বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে। তাদের মধ্যে বেশির ভাগই ডায়রিয়া, নিউমোনিয়া এবং সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। নিকট সময়ে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
উপজেলার নীলগঞ্জের গৃহবধূ রহিমা বেগম বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে আমার বাচ্চা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। হাসপাতালে এসে দেখি, অনেক বাচ্চাই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে।
দিনমজুর আব্দুল রহিম বলেন, শীতে আমাদের কাজকর্ম কমে গেছে। শীত বাড়লে তো আরও ভোগান্তি হবে।
বাংলাদেশ সময়: ১৪:৫৮:০৯ ● ২৭ বার পঠিত
